লন্ডনে ‘বিজয়ফুল’ কর্মসূচি উদ্বোধন

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গিকার নিয়ে যুক্তরাজ্যে ‘বিজয়ফুল’ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রবাসীরা।

যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2021, 08:08 AM
Updated : 2 Dec 2021, 08:08 AM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধন করেন ‘বিজয়ফুল’ কর্মসূচির প্রতিষ্ঠাতা কবি শামীম আজাদ।

বক্তব্য দেন মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন, কাউন্সিলার সাবিনা আকতার, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক বুলবুল হাসান ও বিজয়ফুল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিভাগের প্রধান সিরাজুল বাসিত চৌধুরী।

ঢাকা থেকে জুমের মাধ্যমে যুক্ত হন বিজয়ফুলের আন্তর্জাতিক দূত সেলিম জাহান ও বাংলাদেশের দূত গওহর নঈম ওয়ারা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্মসূচির সমন্বয়ক কবি মিলটন রহমান ও সহ সমন্বয়ক অপু ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়ফুল সাংস্কৃতিক বিভাগের প্রধান স্মৃতি আজাদ, কবি ফারাহ্ নাজ, সাংবাদিক তবারকুল ইসলাম পারভেজ, কণ্ঠশিল্পী সাদিয়া আফরোজ চৌধুরী, ফিরোজ আহমদ বিপুল, রুবি হক, ওয়াহিদ জামান উপল, সিনথিয়া আশরাফ, শামিমা মিতা, মোহনা বেগম, জান্নাতুল ফেরদৌস তুলি, নিপা, আনিকা হক মল্লিক, ফয়সল ও ফজলুল হক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!