'আবৃত্তি অনলাইন' এ একাত্তরের চিঠি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা নির্বাচিত চিঠির পাঠ সংকলন প্রকাশ করতে যাচ্ছে আবৃত্তি শিল্পের গঠনমূলক চর্চা, প্রচার ও প্রসারে অনলাইনভিত্তিক প্লাটফর্ম আবৃত্তি অনলাইন।

সুইজারল্যান্ড প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2021, 08:15 PM
Updated : 26 Nov 2021, 08:15 PM

'রুধিয়া রাখিতে নারি' শিরোনামের এ সংকলনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা ২০ জন আবৃত্তিশিল্পী।

একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা নির্বাচিত ২০ টি চিঠি পাঠ করেছেন শিল্পীরা। জিনাত জাহানের প্রযোজনায় এর গ্রন্থণা, ভূমিকা পাঠ ও আবহসংগীত নির্মাণ করেছেন রিয়াজ রনি, নিবেদন রাইসা নুসরাত এবং ঘোষণা পাঠ করেছেন ফারহানা তৃনা ও কাজী সহীদ। প্রোডাকশনটির মোশন গ্রাফিক ও ভিডিও সম্পাদনা করেছে এবিসি ডিজিটাল।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আবৃত্তি অনলাইনের বিশেষ নিবেদন হিসেবে ‘রুধিয়া রাখিতে নারি’ ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন প্রচার হবে আবৃত্তি অনলাইনের ফেইসবুক, ইউটিউব, ইন্সট্রাগ্রামসহ সকল অনলাইন প্লাটফর্মে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!