মেরিল্যান্ডে ৩৫তম ফোবানা সম্মেলনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিজেদের ৩৫তম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা’ (ফোবানা)।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2021, 06:15 AM
Updated : 22 Nov 2021, 06:15 AM

আসছে ২৬ নভেম্বর বিকেলে মেরিল্যান্ডের গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

তিনি জানান, এবারের সম্মেলন হওয়ার কথা ছিল গত লেবার ডে উইকেন্ডে, কিন্তু মহামারী পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়। 'অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব' স্লোগানে তিনদিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির তালিকায় আরও আছেন ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন ও জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান।

যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে ৭০টি সংগঠন এতে অংশ নেবে। দেশ ও প্রবাসের অতিথিরা অংশ নেবেন ইস্যুভিত্তিক সেমিনার-সিম্পোজিয়ামে। এছাড়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শততম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজন।

এদিকে সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে প্রতিদিন নতুন সেগমেন্ট যুক্ত হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে 'বীরগাঁথা' নতুন সংযোজিত হয়েছে। শফিকুল ইসলাম ও দিলশাদ চৌধুরী ছুটির গ্রন্থনা ও পরিকল্পনায় 'বাই' এর পরিবেশনায় 'বীরগাঁথা' পরিবেশিত হবে ২৬ নভেম্বর।

এছাড়া, 'ইন্টারফেইথ' নামে একটি সেমিনার হবে ২৮ নভেম্বর দুপুরে, সঞ্চালনা করবেন সুখেন জোসেফ গোমেজ ও মোহাম্মদ শহিদুল্লাহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!