চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলায় বাংলাদেশ

চীনের সাংহাই শহরে ‌‘ফোর্থ চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে’ অংশ নিয়েছে বাংলাদেশ।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2021, 12:25 PM
Updated : 11 Nov 2021, 12:25 PM

৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সাংহাইয়ের জাতীয় সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে যৌথভাবে এ আয়োজন করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ও সাংহাই পৌর কর্তৃপক্ষ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের রাষ্ট্রপতি শি চিনপিং।

চীন সরকারের আমন্ত্রণে সেদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ মনসুর উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এক্সপোতে বাংলাদেশি স্টলসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

চীনের বাজারে দেশীয় পণ্য প্রসারের জন্য বাংলাদেশের কোম্পানিগুলো অনলাইন এবং অফলাইন উভয় প্রদর্শনী ব্যবস্থায় অংশ নেয়। অফলাইনে অংশ নেয় বেঙ্গল হারবাল গার্ডেন লিমিটেড, ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড এবং দাদা বাংলা লিমিটেড।