তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীন আয়োজনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2021, 06:51 AM
Updated : 9 Nov 2021, 06:51 AM

স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে বিএনপি ঘোষিত ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

এতে সভাপতিত্ব করেন গিয়াস আহমেদ। সঞ্চালনা করেন যৌথভাবে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।

‘এক দফা এক দাবি’ স্লোগানে বক্তারা দাবি করেন, সামনের নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। অন্যথায় গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হবে না।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম ‘বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে মামলা-মুক্ত করতে মার্কিন প্রশাসনে দেন-দরবারের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অপর কেন্দ্রীয় সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “নেতৃত্ব নিয়ে গ্রুপিংয়ের সময় এখন নয়। বিএনপির আদর্শে অনুসারী সবাইকে এখন সবকিছুর ঊর্ধ্বে উঠে আন্দোলনের পথে হাঁটতে হবে।”

প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, “আন্দোলনের ব্যাপারে গড়িমসির অবকাশ কখনোই ছিল না এ প্রবাসে। তবে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় আন্তরিকতার সঙ্গে কেউই তেমন ভূমিকায় আসতে চান না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, এমদাদুল হক কামাল, আনোয়ারুল ইসলাম, সৈয়দ এম রেজা, জাসাসের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, জামাল আহমেদ জনি, সৈয়দা মাহমুদা শিরিন, সায়েম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের নেতা গোলাম মাহমুদ।

সভাপতির সমাপনী বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, “পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় প্রবাসে বিএনপির নেতা-কর্মীরা জেগে উঠেছেন বাংলাদেশের গণতন্ত্র জন্য, আজকের এ বিশাল সমাবেশের মধ্য দিয়ে তা আবারও দৃশ্যমান হলো।”

এসময় জাসাসের আহ্বায়ক কমিটির প্রধান করায় হেলাল খানকে অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!