প্রবাসীরা অভিযোগ করেন, ‘দেশের নানা প্রয়োজনে এখন জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা পরিচয়পত্র পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন।'
স্থানীয় সময় শুক্রবার রাতে গোল্ডেন ঈগল ক্লাব সালমাবাদ ফুটবল মাঠে এ আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ও নেপাল ক্লাব।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা পরিচালকদের সিদ্ধান্ত অনুযায়ী খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৩-৪ গোলে জয় পায় নেপাল ফুটবল ক্লাব।
তানিমা তাসনিম ও ইসমাইল পলাশের যৌথ উপস্থাপনায় খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহম্মেদ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসে শ্রম কাউন্সেলার শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাজহারুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোমিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. মোতালেব ও সোহেল আফজাল।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |