ডাবলিনে মানববন্ধনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রতিবাদ ও বিচার দাবি করে মানববন্ধন করেছেন আয়ারল্যান্ডের ডাবলিনে বসবাসরত কয়েকজন প্রবাসী।

অলক সরকার, আয়ারল্যান্ডের ডাবলিন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2021, 08:35 AM
Updated : 2 Nov 2021, 08:35 AM

স্থানীয় সময় শনিবার ডাবলিনের জেনারেল পোস্ট অফিসের সামনে এ মানববন্ধন করেন তারা।

এতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়ারল্যান্ড শাখা, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) ডাবলিন শাখা, বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোশিয়েশন অব আয়ারল্যান্ডসহ ১৭টি ধর্মীয় সংগঠন বিক্ষোভকে সমর্থন করে অংশ নেয়।

কিলকিনি শহর থেকে আসা আয়ারল্যান্ড কমিউনিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “আমি একজন মুসলমান হিসেবে কিছুতেই মানতে পারছি না যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!