আবুধাবিতে প্রবাসীদের সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গ্রিন সিটি খ্যাত আল আইনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2021, 06:16 AM
Updated : 1 Nov 2021, 10:37 AM

স্থানীয় সময় শুক্রবার রাতে আল আইনের একটি রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করে আল আইন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ আল আইন-এর জ্যেষ্ঠ সহ সভাপতি আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বঙ্গবন্ধু পরিষদ আল আইন-এর প্রধান উপদেষ্টা ফরিদ আহমেদ।

উত্তম কুমার হাওলাদার ও আব্দুল কাদেরের যৌথ পরিচালনায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করে বক্তব্য দেন এম এ হান্নান হিরো, ইসমাঈল হোসেন, আক্তার হোসেন বাদল ও মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন।

মন্ত্রী প্রবাসীদের সব ধরনের সমস্যার প্রতি সরকার ওয়াকিবহাল আছেন এবং তা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে সরকারের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!