রোহিঙ্গা সমস্যা নিয়ে নিউ ইয়র্কে এনআরবির সভা

রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশিদের (এনআরবি) গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর এনআরবি’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2021, 06:47 AM
Updated : 19 Oct 2021, 07:07 PM

শনিবার নিউ ইয়র্কে ‘রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশে এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব’ শিরোনামে এ সভা করেন তারা।

এতে রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে দেওয়া লিখিত বক্তব্য উপস্থাপন করেন সারওয়ার চৌধুরী। মূল প্রবন্ধ পড়েন এনআরবি চেয়ারপারসন সেকিল চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিটন আহমেদ, কাতার প্রবাসী নজরুল ইসলাম, হামিদ, অধ্যাপক হোসনে আরা, শেখ আতিকুল ইসলাম, মামুনুর রশিদ খান শিপু, আমেরিকা ইসলামিক সেন্টারের সভাপতি নাসিরুদ্দিন আহমেদ, সানওয়ার চৌধুরী, ফ্যাশন ডিজাইনার তহুরা চৌধুরী, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কারাম চৌধুরী ও ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মকর্তা ইমতিয়াজ চৌধুরী।

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে মার্কিন কংগ্রেস ও হোয়াইট হাউজের ‘নীতি-নির্ধারকদের সঙ্গে প্রবাসীদের দেন-দরবারে’ গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!