ওয়াশিংটনে আ. লীগ-বিএনপির পরস্পর বিরোধী র‌্যালি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে স্থানীয় আওয়ামী লীগ ‘শান্তি সমাবেশ’ ও বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 08:07 AM
Updated : 30 Sept 2021, 08:07 AM

সোমবার হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে দিনব্যাপী পরস্পর-বিরোধী এ কর্মসূচিতে অংশ নেন দুই দলের প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকরা।

বিএনপির বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির চেয়ারপারসন বেগল খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, বিচার বিভাগের স্বাধীনতার দাবিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য হোয়াইট হাউজ ও স্টেট ডিপার্টমেন্টের হস্তক্ষেপ কামনা করেন নেতা-কর্মীরা।

এসব দাবি সম্বলিত ব্যানার-পোস্টারসহ নেতা-কর্মীরা ওয়াশিংটন মেট্রো এলাকা ছাড়াও নিউ ইয়র্ক থেকে বাসে করে এসে অংশ নেন। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ, কামাল পাশা বাবুল, বীর মুক্তিযোদ্ধা বাবর ঊদ্দিন, গোলাম ফারুক শাহীন, হাফিজ খান সোহায়েল, এম এ বাতিন, হাবিবুর রহমান সেলিম রেজা, সৈয়দ এম রেজা, আনোয়ারুল ইসলাম, জসিম ভুঁইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, সৈয়দ জুবায়ের আলী, শাহ ফরিদ, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, সায়েম রহমান, মাজহারুল ইসলাম জনি, জাহাংগীর সরওয়ার্দী, সালেহ আহমেদ মানিক, মীর মশিউর রহমান, জাকির হোসেন, জাহিদ খান, দেওয়ান কাওছার আহমেদ, শামীম আহমেদ, মহরাব রাজা চৌধুরী, জাকারিয়া অপু, শাহরুখ ইসলাম ফারহান, দিদার আহমেদ, দেওয়ান কাওছার, রিয়াজ মাহমুদ, নাছিম আহমেদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির জিল্লুর রহমান, মিল্টন ভূইয়া, সরাফত হোসেন বাবু, জসীম ভূইয়া, আবু সাঈদ আহমেদ, মোহাম্মদ কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির আহমেদ।

অপরদিকে, আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ থেকে দলটির সভানেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা ও একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

এ সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, নিজাম চৌধুরী, সামাদ আজাদ, আইরিন পারভিন, মোর্শেদা জামান, মাহমুদুন্নবী বাকি, আশরাফুজ্জামান, আবুল হাসিব মামুন, মমতাজ শাহনাজ, ফরিদ আলম, হাজী এনাম, মহিউদ্দিন দেওয়ান, সালায়মান আলী, দেওয়ান বজলু, খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, শাহানারা রহমান, শেখ আতিক, শেখ জামাল,সেবুল মিয়া, জাহিদ খন্দকার, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি জি আই রাসেল, জুয়েল বড়ুয়া, নুরল আমিন নুরু, জীবক বড়ুয়া, আক্তার হোসেন এবং নাজমুল হাসান, সদস্য জেবা রাসেল, রোমিও হক, সাঈদ আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজ খান, সহ সভাপতি মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন যুবলীগের সভাপতি আরশাদ আলী বিজয়, মীর রফিক, জাহিদ হোসেন, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক আবু সরকার, সহ সভাপতি হাসনাত সানি ও আমান উল্লাহ্ আমান।

শান্তি সমাবেশের পর রাতে হোটেল হিল্টনের লবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!