ভেনিসে প্রবাসীদের ‘আনন্দ ভ্রমণ’

মহামারীর বিধিনিষেধ শিথিলের পর স্বাভাবিক জীবনে ফিরতে ‘আনন্দ ভ্রমণ’ করেছে ইতালির ভেনিস প্রবাসীদের সংগঠন ‘আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি’।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 03:58 AM
Updated : 21 Sept 2021, 03:59 AM

রোববার দেশটির সীমান্তবর্তী অস্ট্রিয়ার মিনি-মন্দো পার্কে গিয়ে এ আয়োজন করেন তারা। দুটি বাসে করে প্রায় শতাধিক প্রবাসী এতে অংশ নেন।

ফখরুল চৌধুরী ও আফাই আলীর যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তাজুল ইসলাম।

ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ বাসেদ। সহযোগিতায় ছিলেন রহমান বারী, আক্কাস আলী, জামাল মিয়া, আমির হোসেন ও নেওয়াজ শরীফ।

দিনের নানা আয়োজনের মধ্যে ছিল বল নিক্ষেপ ও বালিশ ছোড়া খেলা, র‍্যাফেল-ড্র ও সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!