সন্ত্রাসবাদে মদদ: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতির কারাদণ্ড

ইসলামিক স্টেট-আইএসকে সহায়তার ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে পেনসিলভেইনিয়ার এক বাংলাদেশি দম্পতির কারাদণ্ড হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 08:23 PM
Updated : 16 Sept 2021, 08:26 PM

ফিলাডেলফিয়ার ফেডারেল জজ জসোয়া ডি ওলসন গত ৯ সেপ্টেম্বর এই রায় দেন বলে ইউএস অ্যাটর্নি জেনিফার আরিবিটার উইলিয়ামস জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন শহিদুল গাফফার (৪০) ও তার স্ত্রী নাবিলা খান (৩৫)। শহিদুলকে ১৮ মাস এবং নাবিলাকে দুই বছরে দণ্ড দেওয়া হয়েছে।

এই দণ্ড ভোগের পর তাদেরকে আরও তিন বছর কর্তৃপক্ষের নজরদারিতে থাকতে হবে।

এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ, তারা সন্ত্রাসী দল আইএস-এ যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে গাফফারের দুই ভাইকে ২০১৫ সালে সিরিয়ায় পাঠিয়েছিলেন।

গাফফারের এক ভাই শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ভাইয়ের বাসায়ই থাকতেন তিনি।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৬ সালের সেপ্টেম্বরে গাফফারের ভাইয়েরা নিজেদের সোশাল মিডিয়া একাউন্টে কালো পোশাকে আইএসের পতাকার সামনে দাঁড়িয়ে নিজেদের ছবি পোস্ট করেছিলেন।

গাফফারের এক ভাই ২০১৯ সালের মার্চে সিরিয়ায় যুদ্ধে মারা যান বলে মামলায় উল্লেখ করা হয়।