টেক্সাসে ফোবানার তহবিল সংগ্রহ অনুষ্ঠান

নিজেদের ৩৫তম সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে তহবিল সংগ্রহ অনুষ্ঠান করেছে প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 07:42 AM
Updated : 15 Sept 2021, 07:42 AM

রোববার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানার সাবেক চেয়ারম্যান হাসমত মোবিন।

মালিহা সুমনার সঞ্চালনায় এতে অতিথি ছিলেন ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরল আমিন চৌধুরী, ৩৫তম ফোবানার আয়োজক কমিটির আহ্বায়ক জি আই রাসেল ও রায়হান চৌধুরী।

জাকারিয়া চৌধুরী জানান, অনুষ্ঠানে ফোবানা সম্মেলনের জন্য প্রায় ৫০ হাজার ডলারের কমিটমেন্ট পাওয়া গেছে। আসছে নভেম্বরের শেষ সপ্তাহে ওয়াশিংটন ডি.সি. সংলগ্ন ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত হবে ফোবানার তিন দিনব্যাপী ৩৫তম বাংলাদেশ সম্মেলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির কো-কনভেনর সৈয়দ এম হোসাইন বাবু, মহিন উদ্দিন দুলাল, যুগ্ম সদস্য-সচিব লতিফুর রেজা তুষার, আয়োজক সংগঠনের রিসিপসন কমিটির চেয়ারপারসন জেবা রাসেল, সিকিউরিটি কমিটির চেয়ারপারসন দেওয়ান জমির, ভাইস প্রেসিডেন্ট রুবেল, লায়ন্স ক্লাব সেক্রেটারি রানা ওয়াদুদ, এ ওয়ান ট্রাভেল্স প্রেসিডেন্ট শাহীন, রহিম নেহাল, জিয়া, টম ইমাম, মিষ্টি ইমাম, ফরহাদ হোসাইন, রোজী হোসাইন, সাগর মল্লিক ও উর্মি।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!