মাদ্রিদে প্রবাসী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্পেনের মাদ্রিদে প্রবাসীদের নিয়ে আয়োজিত ‘কমিউনিটি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2021, 03:31 PM
Updated : 14 Sept 2021, 03:31 PM

স্থানীয় সময় সোমবার দুপুরে মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে এ খেলায় ‘টাইগার মাদ্রিদ’ ৯৬ রানে ‘বিয়া ভেরদে’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের আয়োজক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’-এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান সিনিয়র সহ সভাপতি আলামিন মিয়া ও স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম।

রানার আপ ‘বিয়া ভেরদে’ ক্রিকেট দল

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহ সভাপতি মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির হেমায়েত খান, সাধারণ সম্পাদক তুতা কাজী, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ সভাপিত খলিল খান, বৃহত্তর সিলেট সমিতির আব্দুল কাইয়ুম মাসুক, আব্দুল কাইয়ুম সেলিম, সাইফুল ইসলাম ইকবাল, শাওন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেলাল আহমদ ও বদরুল কামালী।

ফাইনাল খেলা পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তানিম ও ক্রীড়া সংগঠক সাঈদ আনোয়ার। ধারা বর্ণনায় ছিলেন প্রচার সম্পাদক মো. আবু বাক্কার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!