চীনে আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলায় বাংলাদেশ

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 06:31 AM
Updated : 9 Sept 2021, 06:31 AM

২ থেকে ৭ সেপ্টেম্বর দেশটির ন্যাশনাল কনভেনশন সেন্টার ও শৌগাং ইন্ডাস্ট্রি সার্ভিস পার্কে অনুষ্ঠিত এ মেলায় দুটি প্যাভিলিয়নসহ অংশ নেয় বাংলাদেশ দূতাবাস।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও বেইজিং পৌর জনগণের যৌথ আয়োজনে এ মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। এতে অংশ নেন বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ মিশন মুহম্মদ নজরুল ইসলাম এবং কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ মনসুর উদ্দিন।

মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হয়েছে পাটজাত হস্তশিল্পের পণ্য, চামড়ার তৈরি ব্যাগ, কাপড় এবং মেয়েদের অলংকারসহ অন্যান্য পণ্য। এ মেলায় অংশগ্রহণের ফলে চীনে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে আশা করছেন দূতাবাস কর্মকর্তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!