যুক্তরাষ্ট্রে যুবলীগের শোক দিবসের কর্মসূচি শুরু

যুক্তরাষ্ট্রে প্রদীপ প্রজ্বলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি শুরু করেছে স্থানীয় যুবলীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 05:59 AM
Updated : 3 August 2021, 05:59 AM

অগাস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নিউ ইর্কের জ্যামাইকায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মোশাহিদ চৌধুরী, পরিচালনা করেন রহিমুজ্জামান সুমন ও আব্দুল্লাহ আল রেজা।

প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিরীন আক্তার পুনম। প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চঞ্চল। বিশেষ অতিথি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার বিপ্লবী। কর্মসূচি থেকে ১৫ অগাস্টের দণ্ডিত খুনিদের ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

এতে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো. সেবুল মিয়া, রিন্টু লাল দাশ, ইসমাইল হোসেন স্বপন, জামিল চিশতি, সিমন আরবাব, লুনা আক্তার, মো. রাজা, নুর হোসেন ফরহাদ, মামুন সরকার, হুমায়ুন কবির, ইমরুল কয়েস, খালেদুর রহমান সবুজ, শিপু সাইদ ইসলাম, শাহিন খান, রুপচান মিয়া, হাবিব উল্লাহ, নজরুল ইসলাম, সেলিম রেজা, কামাল আহমদ, মো. মুরাদ, নিরব নিতাই, সাইফুল ইসলাম, কামরুল হাসান, মো. সাইদুল ইসলাম মো. ফারুক আহমেদ শাহীন, মো. আসাদুজ্জামান আযম, বাপ্পা দে, অমল রায়, নিতাই পাল, সম্পদ গুহ, বিশ্বজিত পাল, সঞ্জিব চন্দ্র পাল, নান্টু রায়, উৎপল দাশ, মাসুদ প্রধান, সমির ফারুক, সাহাব উদ্দিন, শরিফ, মোস্তাফিজুর রহমান, রোমান আহমদ ও আলমগির হোসেন আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!