ইতালিতে স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদের কোরবানির উদযাপন

কোভিড-১৯ মহামারীর মধ্যেই সর্বোচ্চ সতর্কতা ও স্থানীয় স্বাস্থ্যবিধি মেনে ত্যাগের মহিমায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানির ঈদ পালন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 04:28 PM
Updated : 22 July 2021, 04:28 PM

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার ইতালিসহ ইউরোপের প্রতিটি দেশে পালিত হয় কোরবানির ঈদ।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ইতালির রাজধানী রোমের ‘লার্গো প্রেনেস্তিনা’র খোলামাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও রোমের বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে এবারও প্রশাসনের নির্দেশে অনেক জায়গাতেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

এসময় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার প্রায় পঞ্চাশটি দেশের মুসলিমরা নামাজে অংশ নেন। তবে করোনাভাইরাসের কারণে নামাজ শেষে কাউকেই আলিঙ্গন করতে দেখা যায়নি।

এসময় ইতালি নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান দেশটিতে বসবাসরত সকল বাঙালিদের ঈদের শুভেচ্ছা জানান। এছাড়াও করোনাভাইরাসের কারণে সবাইকে সতর্কতার সাথে চলাফেরার অনুরোধ জানানোর পাশাপাশি সরকারের নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান।

এছাড়া, একই সময়ে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। মিলান ছাড়াও নাপোলি, ভেনিস , ভারেজ, গাল্লারাত, আরেচ্ছোসহ ছোট বড় প্রায় তিন শ জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানেই পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা ছিল।

এসময় মিলান প্রবাসী নজরুল ভুঁইয়া বলেন, ‘ঈদ মানেই পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া কিন্তু আমাদের পরিবার এখানে না থাকার কারণে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছিনা। সবার সাথে ঈদ করার আনন্দটা সত্যি খুব মিস করি। ঈদ মোবারক সবাইকে।”

এছাড়াও নাপোলি প্রবাসী আবদুল্লাহ আল-মামুন বলেন, “নানা ঝামেলার কারণে বেশ কয়েক বছর যাবত দেশে ঈদ করা হয়না। বিদেশের ঈদ আর দেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাই । ঈদের সময় দেশের সবাইকে খুব মিস করি।”

ইতালিতে ঈদ উপলক্ষে ছুটি না থাকলেও বাংলাদেশিদের অধ্যুষিত এলাকায় কিছুটা স্বদেশের আমেজ পাওয়া যায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!