আমিরাত সরকারের অনুমোদন পেল ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দুবাই’

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নতুন সামাজিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দুবাই’ দেশটির সরকারের অনুমোদন পেয়েছে।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 06:38 AM
Updated : 14 July 2021, 06:38 AM

স্থানীয় সময় মঙ্গলবার সকালে সরকারের কম্যুনিটি ডেভেলপমেন্ট অথরিটির দুবাই জুমেইরা হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নেতাদের কাছে এ অনুমোদনের সনদ দেন দুবাই কম্যুনিটি ডেভেলপমেন্ট অথরিটির রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং সেক্টরের প্রধান নির্বাহী ওমর আল মুতান্না।

এসময় সংগঠনের আহ্বায়ক আবদুস সবুর, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আবু জাফর, সদস্য সচিব নেসার রেজা খান ও যুগ্ম সচিব গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন দুবাই’ এর সদস্য সচিব নেসার রেজা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সংগঠনের উদ্দেশ্য হচ্ছে গত অর্ধশতক ধরে  ইউএই এর আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশিদের অবদানকে প্রতিষ্ঠিত করা, দুবাইয়ে বাংলাদেশের প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠা, দেশের কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের ব্রান্ডিং।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!