নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের সৌজন্যে ইফতারের আয়োজন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পেশাজীবী সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের কল্যাণে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।  

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 09:39 PM
Updated : 12 May 2021, 09:39 PM

স্থানীয় সময় মঙ্গলবার ‘ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি’ ও ‘জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন’র ওই ইফতারের আয়োজন করে।

ইফতারের আগে মোনাজাতে ভাইরাস সংক্রমিত হয়ে নিহতদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

জ্যাকসন হাইটস এর একটি পার্টি হলে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হোস্ট প্রতিষ্ঠানদ্বয়ের কর্ণধার জাকির এইচ চৌধুরী।

এবারের রোজায় নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চলের পেশাজীবী, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সামাজিক-আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে শতাধিক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হলেও পেশাজীবী সাংবাদিকদের জন্য ছিল এটাই একমাত্র আয়োজন।

গণমাধ্যম কর্মীদের সৌজন্যে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠান মানবতার কল্যাণ কামনায় অনুষ্ঠিত মোনাজাতে উপস্থিত ব্যক্তিরা।

আবুল কাশেমের উপস্থাপনায় মোনাজাতের পর ইফতারের আগে সংক্ষিপ্ত এক আলোচনায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন, সাপ্তাহিক বাংলাদেশ-র সম্পাদক চিকিৎসক ওয়াজেদ এ খান, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, চ্যানেল আইয়ের উত্তর আমেরিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভয়েস অব আমেরিকার নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মঞ্জুরুল হক, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মো. সাঈদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ এবং যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলা ভিশনের প্রতিনিধি নিহার সিদ্দিকী, নবযুগের সম্পাদক সাহাবউদ্দিন সাগর, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. আবুল কাশেম, সাংবাদিক মোস্তফা অনীক রাজ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, আইনজীবী এহসান হাবিব, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, বিএনপি নেতা মাহমুদ হাসান, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সালেহ আহমেদ মানিক, শামীম আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ, জাগপা সভাপতি রহমতউল্যাহ এবং ব্যবসায়ী লুৎফর রহমান ।

শুরুতে কোরআন থেকে পাঠ করেন যুবনেতা আমানত হোসেন আমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন