যুক্তরাষ্ট্র বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নিজেদের ৫০১ সদস্যের আহ্বায়ক কমিটির চার শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2021, 07:48 AM
Updated : 13 April 2021, 07:49 AM

এরা হলেন আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস আহমেদ ও যুগ্ম আহ্বায়ক শরাফত হোসেন বাবু।

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেস পার্টি হলে সমবেত নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়ালে লস এঞ্জেলেস থেকে এ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি জানান, কমিটিতে যুগ্ম আহ্বায়কের সংখ্যা ৪৭ এবং যুগ্ম সদস্য সচিবের সংখ্যা হচ্ছে ২৮। বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদকে সুবর্ণজয়ন্তী উদযাপনের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার তথ্য জানান তিনি।

মিল্টন ভূইয়া, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান

সভায় লন্ডন থেকে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

৯ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত কোন কমিটির অনুমোদন আসেনি কেন্দ্র থেকে। এমনই অবস্থায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিকে ‘মন্দের ভালো’ বলে অনেকে অভিহিত করেছেন।

আব্দুস সালাম বলেন, “বিএনপির বছরব্যাপী কর্মসূচি রয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে। পাশাপাশি বিএনপির আন্দোলনের পরিপূরক কর্মসূচিও চালাতে হবে এ প্রবাসে। এ কমিটির নেতারা মার্কিন কংগ্রেস, হোয়াইট হাউজ, জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে দেন-দরবার চালাবেন বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে।”

জানা গেছে, বেশ কয়েক খণ্ডে বিভক্ত বিএনপির প্রায় সবাইকেই এ কমিটিতে রাখা হয়েছে। ফলে দীর্ঘদিনের অনৈক্য কাটিয়ে উঠতে এ কমিটি ভূমিকা রাখবে বলে তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন।

লন্ডন থেকে বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন জানান, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারি হচ্ছেন তিনি নিজে এবং সমন্বয়কারি হিসেবে আছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন