চীনের ইউনানে প্রবাসীদের বনভোজন

চীনে মহামারী পরবর্তী জীবনের একঘেয়েমি কাটাতে বনভোজন করেছেন দেশটির ইউনান প্রদেশে বসবাসরত বাংলাদেশিরা।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2021, 05:53 AM
Updated : 6 April 2021, 05:54 AM

স্থানীয় সময় রোববার সাপ্তাহিক ছুটির দিনে ইউনান প্রদেশের কুনমিং-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিস প্রাঙ্গণে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল প্রীতিভোজ, আলোচনা সভা, খেলাধুলা, গল্প বলা, কবিতা আবৃত্তি, অভিনয়, লাকি কুপন ড্র, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম। আয়োজনে সহযোগিতা করেন প্রবাসী ব্যবসায়ী এরফান খান আরিফ। 

বিশেষ অতিথি ছিলেন ভাইস কনসাল মিজানুর রহমান, প্রথম সচিব বজলুর রশিদ। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করনে উজল কুমার সাহা, আরিফুল হক, সুবর্ণা আক্তার সোনা, সজল আহমেদ, সবুজ, আসিফ ও ফাহাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!