‘'বিএনপিকে কোনও অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি'

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে অনুষ্ঠান করতে চাইলেও সরকার বিএনপিকে কোনও অডিটোরিয়াম ব্যবহারের অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2021, 08:26 PM
Updated : 28 March 2021, 08:26 PM

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

জাতীয় ও বিএনপির দলীয় সংগীতের পর এ অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক হেলাল খান বলেন, “৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। অন্যায়-অবিচারে অতিষ্ঠ মানুষ।”

“মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস গোপন করে বিকৃতির খেলা চালানো হচ্ছে, এমন পরিস্থিতির অবসানে দরকার শান্তিপূর্ণ আন্দোলন। স্বাধীনতাকে অর্থবহ করতে এই প্রবাস থেকেই শুরু করতে হবে অন্যায়-অপশাসনের কবল থেকে বাংলাদেশকে উদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলন।”

“এক-এগারো পরবর্তী সময়ের চেতনায় প্রবাসের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।”

যুক্তরাষ্ট্র জাসাসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সভাপতি আবু তাহের।

হেলাল খান আরও বলেন, “দেশ কোনও দল বা পরিবারের নয়, বাংলাদেশ ভারতেরও অনুদান নয়। উপহারও নয়। ১৮ কোটি মানুষের দেশ হচ্ছে বাংলাদেশ। অথচ সুবর্ণ জয়ন্তী উৎসবের জন্যে বিএনপিকে কোন মিলনায়তন ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।”

আয়োজক সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাওসার আহমেদ ও স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান জিল্লু,সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন ভুইয়া, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সায়েম রহমান, মানবাধিকার সম্পাদক সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, জাতীয়তাবাদী ফোরামের নেতা নাসিম আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রুবেল, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র জাগপার সভাপতি রহমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান।

আলোচনায় আরও অংশ নেন আব্দুস সামাদ টিটো, রুহেলুজ্জামান চৌধুরী, নাসিরউদ্দিন, কাজী কামাল, যুবনেতা ওয়েস আহমেদ, শামীম আহমেদ, আবুল কালাম আজাদ, সুলতানা খানম, এডভোকেট সোনিয়া, জামালুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাংগঠনিকসম্পাদক দেওয়ান মেহরাব রাজা চৌধুরী, সুমন রহমান, জাকারিয়া অপু, ইরফান আহমেদ কাওসার প্রমুখ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!