যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে তার ১০০ দুর্লভ ছবির প্রদর্শনী শুরু করতে যাচ্ছে প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2021, 04:24 AM
Updated : 4 March 2021, 04:24 AM

ঐতিহাসিক ৭ মার্চ বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত ২৫ দিনব্যাপী এটি চলবে।

প্রদর্শনীর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ ও বিশ্বজিৎ সাহা জানান, এ প্রদর্শনী স্থানীয় সময় সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ৩৪৭-৬৫৬-৫১০৬, ৫১৬-৫৭৪-২৯৮৫, ৯২৯-২৩১-৮৪৫৭ অথবা ৯২৯-৪৭১-৩৭৭৫ নম্বরে ফোন করে।

কর্মসূচিতে কিউরেটর হিসেবে আছেন ওবায়দুল্লাহ মামুন ও সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন শুভ রায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!