চীনে শহীদ দিবসে প্রবাসী ছাত্রদের নানা আয়োজন

নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন চীনের হুঝো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2021, 05:03 AM
Updated : 23 Feb 2021, 05:03 AM

রোববার দেশটির ঝেজিয়াং প্রদেশে হুঝো শহরে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন তারা।

এতে প্রধান অতিথি ছিলেন হুঝো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গাও।

দিনের কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরী, শহীদ বেদীতে ফুল দেওয়া ও ভাষা শহীদদের প্রতি সম্মান জানানো, মাতৃভাষা ও ভাষা শহীদদের জীবনী নিয়ে আলোচনা সভা, দেয়ালিকা লিখন ও প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অমর একুশে স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণী।

আলোচনা সভায় বক্তব্য দেন হুঝো বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমেদ নিশাত, হুঝো বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রায়হান আহমেদ এবং বাংলাদেশি শিক্ষার্থী শামিম, উত্তম, সাকিব, সাব্বির, জেবি, ফারহান ও নোমান।

দেয়ালিকায় প্রথম হন জাকির হোসেন, দ্বিতীয় আফিফ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হন লাবনি, দ্বিতীয় নাইম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!