জর্জিয়া স্টেট সেনেটে বঙ্গবন্ধু ও ভাষা শহীদদের স্মরণ
নিউ ইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2021 02:29 PM BdST Updated: 21 Feb 2021 02:29 PM BdST
-
জর্জিয়া স্টেট সেনেটে পাস হওয়া প্রস্তাব। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
জর্জিয়া সেস্ট সেনেটে শেখ রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাঙালির শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের স্টেট সেনেট।
জর্জিয়া স্টেট সিনেটের প্রথম বাংলাদেশি-আমেরিকান সেনেটর শেখ রহমান এ প্রস্তাব এনেছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি জর্জিয়া সেনেটে তা গৃহীত হয়।
সেখানে বলা হয়, ভাষার স্থান মানুষের অন্তরের অন্তস্থলে। আর এই বিশ্বের ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য লালন বিকাশ ও সংরক্ষণের জন্য বহুভাষিকতা গুরুত্বপূর্ণ।
বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে সেখানে বলা হয়, “মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নজিরবিহীন ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশ, দিনটি তারা পালন করে শহীদ দিবস হিসেবে।”

জর্জিয়া সেস্ট সেনেটে শেখ রহমান। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সেখানে বলা হয়, “বাংলাদেশ এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপান করছে, একইসঙ্গে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদযাপন, যিনি ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা।
“সুতরাং, এই সেনেটে এই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে যে, এই পর্ষদের সদস্যরা ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিচ্ছেন এবং বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।”
সেনেটর শেখ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মায়ের ভাষা তথা নিজ দেশ, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার অভিপ্রায়ে যারা অকৃপণভাবে রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেই চেতনা প্রবাস প্রজন্মে জাগ্রত রাখার জন্যে জর্জিয়া স্টেট সেনেটে এই প্রস্তাব পাস হওয়ার গুরুত্ব অপরিসীম।”
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
-
ইতালিতে দূতাবাস ও কনস্যুলেটে শহীদ দিবস পালন
-
হামট্রামিক পাবলিক লাইব্রেরিতে বাংলা কর্নার উদ্বোধন
-
ফিনল্যান্ডে প্রবাসীদের শহীদ দিবস পালন
-
চীনে শহীদ দিবসে প্রবাসী ছাত্রদের নানা আয়োজন
-
বাঙালির আত্মত্যাগে প্রতিষ্ঠা পেয়েছে সকল ভাষার মর্যাদা: জর্ডানের মন্ত্রী
-
যুক্তরাষ্ট্রে দূতাবাস, মিশন ও কন্স্যুলেটে শহীদ দিবস পালন
-
জাতিসংঘের সামনে একুশের ৩০তম বার্ষিকী
-
মাতৃভাষা দিবসে দারফুরে শিক্ষা উপকরণ বিতরণ
-
ইতালিতে দূতাবাস ও কনস্যুলেটে শহীদ দিবস পালন
-
হামট্রামিক পাবলিক লাইব্রেরিতে বাংলা কর্নার উদ্বোধন
-
ফিনল্যান্ডে প্রবাসীদের শহীদ দিবস পালন
-
চীনে শহীদ দিবসে প্রবাসী ছাত্রদের নানা আয়োজন
-
বাঙালির আত্মত্যাগে প্রতিষ্ঠা পেয়েছে সকল ভাষার মর্যাদা: জর্ডানের মন্ত্রী
-
যুক্তরাষ্ট্রে দূতাবাস, মিশন ও কন্স্যুলেটে শহীদ দিবস পালন
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ