আমার প্রিয় বন্ধুর স্মরণে এ অনুচ্ছেদ রচনা
শু ছিআনহুএ, চীনের বেইজিং থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2021 11:07 AM BdST Updated: 04 Feb 2021 11:07 AM BdST
-
সিম্বার সঙ্গে শু ছিআনহুএ
নববর্ষে আমার বাবা-মা আমাকে একটা সোনা রঙের কুকুর উপহার দিয়েছেন। সোনা রঙের চুল, ঝিকঝিক দুটো চোখ আর গোলাকার শরীরের কারণে তাকে দেখতে লাগে ঠিক যেন একটা সিংহছানা।
যখন সূর্যের আলো তার গায়ে ছড়িয়ে পড়েছিল তখন আমার মাথা থেকে ‘সিম্বা’ নামটা বের হলো, তাই আমি কুকুরটাকে সেই নাম দিয়েছি।
আমার বাড়িতে আসার শুরুতেই সিম্বা আমাকে খুব নির্ভর করতো, সবসময় আমার পেছন পেছন ছুটে বেড়াতো। সিম্বার ছোটবেলা থেকেই আমি তাকে খাওয়াতাম, রোজ বিকেলে তাকে নিয়ে বাইরে হেঁটে বেড়াতাম। আবার যখন আমি করুণ হতাম তখন সিম্বা আমার মুখে, হাতে ও গায়ে লেহন করে আদর করতো।
আমার নানা আমাকে বলেছেন, “তোর কাছে এক ধরনের বিশেষ শক্তি আছে যা পশুপাখিকে আকর্ষণ করবে।”
কিন্তু আমি এ কথায় সায় দেই না, মনে হয় সিম্বা আর আমি পরস্পরকে খুবই ভালো বন্ধু হিসেবে ভালোবাসতাম, একে অপরের যত্ন নিতাম।
করোনাভাইরাসের কারণে আমি দীর্ঘসময় ধরে বাড়িতে বসে লেখাপড়া করেছি। সিম্বা আমার ছুটির একঘেয়েমি দূর করেছে, আর অগণিত আনন্দ আমার কাছে এনেছে।
তবে ২৯ অগাস্ট আমি আমার প্রিয় বন্ধু সিম্বাকে হারিয়েছি, চিরকালের জন্য হারিয়েছি। সেদিন উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে আমি বাইরে খেলাধুলা করেছি, রাতে আটটায় আমি বাড়িতে ফিরে এসেছি। বাড়িতে ফেরার শুরুতেই আমি ভেবেছি কি আশ্চর্য! সিম্বা কোথায় গেলো, কেন আমাকে লাফিয়ে উঠে বরণ করেনি!
আমি নানীকে জিজ্ঞেস করেছি, আর যে কথা নানীর মুখ থেকে বের হয়েছে সেটা আমাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে- বাচ্চা, আমি দুঃখিত। রোগে আক্রান্ত হওয়ার কারণে আজ বিকেলে সিম্বা মারা গেলো।
আমি জানি না সেই রাতে আমি কখন আর কীভাবে ঘুমিয়েছি, জানি না কত সময় ধরে আমি কান্নাকাটি করেছি। আমি শুধু জানি যে আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছি। এখন পর্যন্ত আমি আফসোস করছি যে সেদিন আমার বাইরে যাওয়া উচিত হয়নি, না হলে হয়তো সিম্বাকে বাঁচাতে পারতাম আমি। তবে এখন সেই কথার কোনও অর্থ নেই।
এখন আমার কাছে দুটো সুন্দর বেড়াল আছে, তবে আমি সিম্বার কথা ভুলে যাইনি, আর মনে হয় সিম্বার কথা আমার স্মরণে চিরকাল থাকবে। আশা করি, সিম্বা স্বর্গে একজন ভাল বন্ধু খুঁজতে পারবে, একটা ফেরেশতা হিসেবে আনন্দের সঙ্গে জীবনযাপন করবে।
লেখক: শু ছিআনহুএ (Xu Qianhui), বাংলা নাম ‘আভা’, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটিতে বাংলা ভাষায় স্নাতক করছেন
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
ইতালিতে দূতাবাস ও কনস্যুলেটে শহীদ দিবস পালন
-
হামট্রামিক পাবলিক লাইব্রেরিতে বাংলা কর্নার উদ্বোধন
-
ফিনল্যান্ডে প্রবাসীদের শহীদ দিবস পালন
-
চীনে শহীদ দিবসে প্রবাসী ছাত্রদের নানা আয়োজন
-
বাঙালির আত্মত্যাগে প্রতিষ্ঠা পেয়েছে সকল ভাষার মর্যাদা: জর্ডানের মন্ত্রী
-
যুক্তরাষ্ট্রে দূতাবাস, মিশন ও কন্স্যুলেটে শহীদ দিবস পালন
-
জাতিসংঘের সামনে একুশের ৩০তম বার্ষিকী
-
মাতৃভাষা দিবসে দারফুরে শিক্ষা উপকরণ বিতরণ
-
ইতালিতে দূতাবাস ও কনস্যুলেটে শহীদ দিবস পালন
-
হামট্রামিক পাবলিক লাইব্রেরিতে বাংলা কর্নার উদ্বোধন
-
ফিনল্যান্ডে প্রবাসীদের শহীদ দিবস পালন
-
চীনে শহীদ দিবসে প্রবাসী ছাত্রদের নানা আয়োজন
-
বাঙালির আত্মত্যাগে প্রতিষ্ঠা পেয়েছে সকল ভাষার মর্যাদা: জর্ডানের মন্ত্রী
-
যুক্তরাষ্ট্রে দূতাবাস, মিশন ও কন্স্যুলেটে শহীদ দিবস পালন
সর্বাধিক পঠিত
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে সাত কলেজে
- ‘ইউনিভার্স বস’ এখন ‘অরিজিনাল প্রাইম মিনিস্টার’