পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী

পুনর্মিলনী করেছেন পর্তুগালে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা।

জহুরুল ইসলাম মুন, লিসবন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2021, 06:28 AM
Updated : 25 Jan 2021, 06:28 AM

স্থানীয় সময় শনিবার বিকেলে ভার্চুয়াল এ অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগাল’।

আয়োজক সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম মুনের পরিচালনায় এতে অতিথি ছিলেন লিসবনের স্থানীয় কাউন্সিলর রানা তসলিম উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান আব্দুল্লাহ আল রাজী। অংশ নেন পিএইচডি ফেলো শিরিন আক্তার, সাফি, হাফিজ, তোফায়েল, তানিয়া, মাসুদ, আল আমিন, আশিক, নজরুল ও নাইম।

কাউন্সিলর রানা তসলিম উদ্দীন বলেন, “এদেশে খুব কম খরচে পড়াশোনা করা যায় এবং ইউরোপের নাগরিক হওয়া যায়। তাই পড়াশোনা ও ব্যবসার অনেক সুযোগ আছে পর্তুগালে। রাজনীতিরও সম্ভাবনা আছে। সুতরাং আপনারা চাইলে মূলধারায় কাজ করে নিজেকে আরও বিকশিত করতে পারেন।”

দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজী বলেন, “বাংলাদেশে ভিএফএস-এ ভিসা ফাইল জমা দেওয়া নিয়ে অনেক কাজ করেছি। দূতাবাস না হলেও ভিএফএস বা অন্য কোন অ্যাম্বাসির মাধ্যমে ভিসা যেন বাংলাদেশেই জমা দিতে পারেন তার জোর প্রচেষ্টা চলছে। আশা করি কোন একদিন সুখবর আপনারা পাবেন।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!