করোনাভাইরাস: নিউ ইয়র্কে দুই প্রবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 06:30 AM
Updated : 20 Jan 2021, 06:30 AM

তারা হলেন মেসের আহমেদ (৬৪) ও জসিম উদ্দিন আহমেদ (৭০)।

সোমবার রাতে নিউ ইয়র্কের নর্থশোর হাসপাতালে মেসের আহমেদ মারা যান বলে তার স্বজনেরা জানান। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে।

ঢাকা ডেন্টাল কলেজের সাবেক ছাত্র মেসের রাশিয়ায় লেখাপড়া শেষ করে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্র আসেন। ‘বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন অব ইউএসএ’ এর সভাপতি ছিলেন তিনি।

এর চারদিন আগে বৃহস্পতিবার কুইন্স জেনারেল হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর জসিম উদ্দিন আহমেদ (৭০) মারা যান বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। তিনি বরগুনার সন্তান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!