চীনের শেনঝেনে প্রবাসীদের বনভোজন

বাৎসরিক বনভোজন করেছে চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘শেনঝেন বাংলাদেশ কমিউনিটি’।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2021, 05:51 AM
Updated : 7 Jan 2021, 04:54 PM

শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুই দিনব্যাপী শেনঝেন শহরের শেষ প্রান্তে হংকং সীমান্তের কোলঘেঁষে শি-ছং সমুদ্র সৈকতে এটি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, চীনা সরকারের সব স্বাস্থ্যবিধি মেনেই এ বনভোজনে ৪০ জনের বেশি প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন।

এতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন আকিক ও জিন্নাহ। শুভেচ্ছা বক্তব্য দেন মাহবুব আলম, শেনঝেন বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি এমদাদ হক আইয়ুব, কোষাধ্যক্ষ তাহমিদ আহমাদ ও সিনিয়র সদস্য এম. এ বাপ্পা।

খাবার পরিবেশন করেন সেন্টু, মোক্তার ও মালেক বড়ুয়া।

বনভোজনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মান্নুর পরিচালনায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিচ ভলিবল, ফুটবল খেলা এবং রং কালি বালি দিয়ে শহীদ মিনার তৈরি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!