অনলাইনে সুইজার‌ল্যান্ড আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সুইজারল্যান্ড প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 05:18 PM
Updated : 29 Dec 2020, 05:18 PM

স্থানীয় সময় গত শনিবার বিকালে ৫ টায় “মহান বিজয় দিবস ও বিজয়ের মাস” শীর্ষক অনুষ্ঠিত ওই আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় এবং সংগঠনের সিনিয়র নেতা পারভেজ ভূইয়ার কারিগরি সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য  দেন ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

এতে সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ বক্তব্য দেন।
আলোচনা সভার বক্তারা হলেন- সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির,অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু, পর্তুগাল  আওয়ামী লীগের সভাপতি  জহিরুল আলম জসিম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি  শহিদুল হক, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি  মোস্তফা মজুমদার বাচ্চু,  নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন তপন,  নরওয়ে আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন মজুমদার, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী খান, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল কবির, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বাবুল হাওলাদার, ডেনমার্ক আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক মাহবুবর রহমান,  নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন।

সর্ব-ইউরপেয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ, জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাহিদ সুলতানা, ইন্জিনিয়ার হেদায়েতুল ইসলাম শেলী

সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র  সহ সভাপতি কারার কাউসার, সহ সভাপতি নুরুল্লাহ চৌধুরী, স্বপন হালদার, মিয়া সাব্বির রনি, মশিউর রহমান সুমন, মোহাম্মদ আনিস হোসাইন, যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল, শাহ্ আলম এগার, সৈয়দ গোলাম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাইদ জসিম, মিয়া লিটন, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতিমা কেয়া।

এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা অশোক কুমার সরকার, খলিলুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক  অমি রহমান পিয়াল, আওয়ামী নেতা কাজী আসাদুজ্জামান, জমাদার নজরুল এবং  মুক্তা আক্তার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!