অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু পরিষদের ভার্চুয়াল সভা

অস্ট্রিয়ায় ‘শতবর্ষে বঙ্গবন্ধু এবং আমাদের বিজয়’ শিরোনামে ভার্চুয়াল আলোচনা সভা করেছে স্থানীয় ‘বঙ্গবন্ধু পরিষদ’।

কমরেড খোন্দকার, ইতালি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2020, 06:43 AM
Updated : 26 Dec 2020, 06:43 AM

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মুক্তা ও প্রচার সম্পাদক রেহানা আক্তারের যৌথ উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি সুলতানা নাসরিন নাহীদ।

প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

বক্তব্য দেন অস্ট্রিয়া মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধূরী সাবু, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, ইউরোপের আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতব্বর, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক

বেলাল হোসেন, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা মজুমদার বাচ্চু, মাল্টা আওয়ামী লীগের সভাপতি  মশিউর রহমান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, হল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মুরাদ খান, সুইডেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দলিল উদ্দিন দুলু, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুর ইসলাম, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রিজভি আলম, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বাবুল হাওলাদার, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওসার আমীন হাওলাদার, সুইডেন আওয়ামী লীগের নেতা ও বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক  হেদায়তুল ইসলাম শেলী, সুইডেন যুবলীগের আহ্বায়ক যুবায়দুল হক, বেলজিয়াম আওয়ামী লীগের নেত্রী দিলরুবা বেগম, বেলজিয়াম যুবলীগের সাবেক সভাপতি জনাব মোর্শেদ মাহমুদ, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহকারী সাধারণ সম্পাদক জনাব ইমরূল কায়েস এবং সাংবাদিক কমরেড খোন্দকার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!