যুক্তরাজ্যে বাংলাদেশি উদ্যোক্তার সাফল্য
সৈয়দ নাহাস পাশা, যুক্তরাজ্য প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2020 01:14 PM BdST Updated: 22 Dec 2020 01:14 PM BdST
-
হারুন দানিস (৩৪)
-
হারুনের লেখা ‘ফ্রাঞ্চাইজিং ফ্রিডম’ বইটির প্রচ্ছদ
অপারেশন ছাড়া ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি নিয়ে কাজ করে যুক্তরাজ্যে ওয়েলসের তরুণ উদ্যোক্তা হিসেবে ২০২০ সালে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি হারুন দানিস (৩৪)।
সম্প্রতি জাতীয় পত্রিকা ‘ওয়েলস অনলাইন’ ৩৫ সফল তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ করে। তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে সপ্তম স্থানে রয়েছে হারুনের নাম।
হারুন দানিসের জন্ম লন্ডনে। কিন্তু বেড়ে ওঠা ও স্কুল-কলেজ শেষ করেছেন ওয়েলসে এবং বর্তমানে বাস করছেন ম্যানচেস্টারে। মানচেস্টার মেট্রোপলিটন ইউনির্ভাসিটিতে ভর্তির এক বছর পার করার পর গ্যাপ ইয়ার নিয়ে এ ব্যবসা প্রতিষ্ঠা করেন। ব্যবসার প্রসার এমনই দ্রুত হতে থাকে তার আর বিশ্ববিদ্যালয়ে ফিরতে হয়নি।
দশ বছর আগে হারুন ম্যানচেস্টারে শুরু করেন নন সার্জিক্যাল স্কিন ক্লিনিক ‘স্কিন এইচ কিউ’। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও এখন যুক্তরাজ্যে এর শাখা রয়েছে পাঁচটি। বর্তমানে এ কোম্পানিতে কাজ করেন ৫০ জন।

হারুনের লেখা ‘ফ্রাঞ্চাইজিং ফ্রিডম’ বইটির প্রচ্ছদ
স্কিন কেয়ার ব্যবসায় তার আগ্রহ সম্পর্কে হারুন দানিস বলেন, “আমাদের পরিবার ব্যবসায়িক পরিবার। পঞ্চাশের দশকে আমার দাদা সিলেটের জগন্নাথপুর থেকে ব্রিটেনে পাড়ি জমান তার আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য। যদিও তার আসার উপায়টা ছিল বেশ কষ্টসাধ্য। প্রথমে সৌদিতে হজ ট্রিপ, পরবর্তীতে সিরিয়া ও বাগদাদে অবস্থান ও কাজ করা এবং পরিশেষে ব্রিটেনে আসা।
“প্রাথমিক পর্যায়ে দাদা টেক্সটাইলে কাজ করে পরবর্তীতে নিজেই কাপড়ের ফ্যাক্টরি চালু করেন। তিনি রেস্টুরেন্টের ব্যবসাও করেছেন। ব্যবসায় ঝুঁকি নিতে হয় এটি ছিল আমার দাদার জানা। সেখানে আমিও তার সঙ্গে অল্প বয়সে জড়িত হয়ে যাই। পরবর্তীতে তা থেকে বেরিয়ে নতুন কিছু উদ্ভাবনের চিন্তা মাথায় ঘুরপাক খায়। তখনই স্কিন কেয়ার ইন্ড্রাস্ট্রির দিকে ধাবিত হই।”
হারুন জানান, বিশ্বে বর্তমানে বিউটি ইন্ড্রাস্ট্রি খাতে ৫৩২ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আর নানা পরিসংখ্যান অনুযায়ী জানা যায় শুধু স্কিন কেয়ার খাতে বিশ্ববাজার ১৪৫ বিলিয়ন ডলারের। নিজের অভিজ্ঞতার আলোকে সম্প্রতি ‘ফ্রাঞ্চাইজিং ফ্রিডম’ নামে একটি বইও লিখেছেন হারুন দানিস।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
চীনে আন্তর্জাতিক ছাত্র সংগঠনের শীর্ষ পদে বাংলাদেশিরা
-
অস্ট্রেলিয়ায় ঢাবি প্রাক্তনদের নতুন সংগঠন
-
করোনাভাইরাস: নিউ ইয়র্কে দুই প্রবাসীর মৃত্যু
-
মুক্তিযোদ্ধা বাবার নামে সড়কের দাবি নিউ ইয়র্ক প্রবাসী কন্যার
-
সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-
শুরু হচ্ছে ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন’
-
স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
-
কুয়েতে প্রবাসী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ
- ক্লান্ত সেনাদের ঠাঁই গ্যারেজে, ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন
- ৩ মিনিটের ৩ গোলে পিএসজির বড় জয়
- শেষ ষোলোয় ভাইয়েকানোকে পেল বার্সা
- দীর্ঘমেয়াদে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ
- সাভারে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ: আদালতে অধ্যক্ষের ‘স্বীকারোক্তি’
- কারাগারে হলমার্ক জিএমের সঙ্গে নারীর সাক্ষাৎ: ৩ জনকে প্রত্যাহার
- বার্সার ২ পেনাল্টি মিসের পেছনে ভয়?
- পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগের পর নিষিদ্ধ হুডা