যুক্তরাষ্ট্রে দূতাবাস ও কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৫০তম বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশ দূতাবাস ও নিউ ইয়র্কে কনস্যুলেট।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2020, 09:55 AM
Updated : 21 Dec 2020, 09:55 AM

বুধবার ওয়াশিংটন ডি.সিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করে দূতাবাস।

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন প্রথম সচিব ও চ্যান্সারি প্রধান মো. মাহমুদুল ইসলাম।

কনস্যুলেটে মোনাজাত

এদিকে নিউ ইয়র্ক কনস্যুলেটে বিজয় দিবসের কর্মসূচিতে সভাপতির বক্তব্য দেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য গণস্বাক্ষর সংগ্রহের আহ্বান জানান।

কনস্যুলেটে নবাগত ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!