যুক্তরাষ্ট্রে আসালের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন

নিজেদের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন করেছে যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয় তথা বাংলাদেশিদের সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’ (আসাল)।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2020, 06:48 AM
Updated : 18 Dec 2020, 07:24 AM

শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে সংগঠনের সদর দপ্তর থেকে ভার্চুয়াল এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘দ্য নিউ নরম্যাল-এ্যাম্ব্র্যাসিং দ্য চেইঞ্জ’ স্লোগানে এ সম্মেলন থেকে বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনের কাছে ১০ দফা দাবি আদায়ের প্রস্তুতি নেওয়া হয়।

বক্তব্য দিচ্ছেন ওসমান সিদ্দিক

শুভেচ্ছা বক্তব্য দেন আসালের প্রতিষ্ঠাতা এবং জাতীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দিন এবং জাতীয় কমিটির মহাসচিব করিম চৌধুরী।

সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের মেডগার এভারস কলেজের ডিন মহসিন পাটোয়ারির সভাপতিত্বে সম্প্রচারিত এ সম্মেলনে বিভিন্ন চ্যাপ্টারের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক করিম চৌধুরী।

সম্মেলনে ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ টিমের সিনিয়র অ্যাডভাইজার এ্যাম্বাসেডর ওসমান সিদ্দিক, শ্রমিক নেতা গ্রেগরি ফ্লয়েড ও ডিস্ট্রিক্ট-৩৭ এর সেক্রেটারি জস হাইস্লপকে সম্মান জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!