আমিরাতে বাংলাদেশ মিশনে বিজয় দিবস উদযাপন

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিশন।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2020, 08:51 AM
Updated : 17 Dec 2020, 08:51 AM

বুধবার দূতাবাস মিলনায়তনে কাউন্সেলর মোহাম্মদ রেয়াজুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

দিবসের নানা আয়োজনের মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়া, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হয়।

আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিদান চন্দ্র বড়ুয়া, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংকের কার্যনির্বাহী আমিরুল হাসান, ব্যবস্থাপক মো. আব্দুল হাই, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সহ সভাপতি শওকত আকবর, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির তালুকদার, আশিষ বড়ুয়া, মিজানুর রহমান সোহেল, বশীর ভুঁইয়া, শামসুল কবীর, জাকির হোসেন জসীম ও প্রিয়াংকা শারমিন।

এদিকে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের সভাপতিত্বে বিজয় দিবসের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!