যুক্তরাজ্যে ‘ঘাতক দালাল নির্মূল কমিটির’ সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধিতাকারীদের বিচার দাবি করে সভা করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ যুক্তরাজ্য শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 05:27 AM
Updated : 14 Dec 2020, 05:27 AM

শনিবার অনলাইনে অনুষ্ঠিত এ সভা থেকে জঙ্গিবাদ ও স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি নুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক স্মৃতি আজাদ।

অতিথি হিসেবে বক্তব্য দেন নিউ ইয়র্কের লেখক-গবেষক ও মানবাধিকার কর্মী পার্থ ব্যানার্জি।

আরো বক্তব্য দেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, সহ সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক অনজুমান আরা অঞ্জু, যুগ্ম সম্পাদক রুবী হক, সাংগঠনিক সম্পাদক শাহ মুতাফিজুর রহমান বেলাল, সাংস্কৃতিক সম্পাদক সেলিনা আক্তার জোসনা, কার্যকরী সদস্য জুসনা পারভীন ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, উপদেষ্টা হুসনা মতিন এবং নাজমা হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!