যুক্তরাষ্ট্রে পেশাজীবী সমন্বয় পরিষদের সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধিতাকারী ও মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সভা করেছে ‘পেশাজীবী সমন্বয় পরিষদ’ যুক্তরাষ্ট্র।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 05:06 AM
Updated : 14 Dec 2020, 05:06 AM

স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কে থেকে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হকের সভাপতিত্বে এটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কামরুল হাসান খান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।

আলোচনায় অংশ নেন ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১’ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট মোর্শেদা জামান, লেখক-সাংবাদিক শিতাংশু গুহ, আয়োজক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মিজানুল হাসান, যুগ্ম সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম আকন্দ, উপদেষ্টা আওয়াল সিদ্দিকী, পেশাজীবী দেওয়ান আলামিন ও আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!