নিউ ইয়র্কের আর্ট গ্যালারিতে রিকশা প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে প্রদর্শনী করছেন নিউ ইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 06:07 AM
Updated : 8 Dec 2020, 06:07 AM

বাংলাদেশ থেকে আমদানীকৃত একটি বর্ণিল রিকশা নিয়ে 'ব্রুকলিন ওয়াটার ফ্রন্ট আর্ট গ্যালারিতে' এ প্রদর্শনী আগামী শনি ও রোববারও চলবে বলে জানান তিনি।

রোববার এ প্রদর্শনীতে অংশ নেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের সঙ্গে আলাপ করেন এবং রিকশা ও এর শিল্পীদের সম্পর্কে জানান।

এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার লোকজন বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা পাবে বলে আশা প্রকাশ করেন কনসাল জেনারেল।

শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন এ রিকশার নাম দিয়েছেন ‘অথেনটিক সাইকেল রিকশা’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!