সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন
প্রবাস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2020 11:46 PM BdST Updated: 07 Dec 2020 11:46 PM BdST
সুইডেনের প্রাচীন বিদ্যাপিঠ লুন্দ বিশ্ববিদ্যালয় জন্মশতবর্ষে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে|
জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ৩ ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সুইডিশ দক্ষিণ এশিয়া বিদ্যা নেটওয়ার্ক “শেখ মুজিব: আইকন অব পোস্ট কলোনিয়াল লিবারেশন” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে|
সুইডিশ সময় বিকাল ৩টািয় সেমিনারটি সাসনেটের সেমিনার হলে অনুষ্ঠিত হলেও দেশ বিদেশ থেকে অনলাইনে যোগ দেয়।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’ গ্রন্থের লেখক আনিসুর রহমান এবং বইটির সুইডিশ অনুবাদক কবি ক্রিস্টিয়ান কার্লসন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন |
সেমিনারে বইটির ইংরেজি এবং সুইডিশ সংস্করণের উপর আলোকপাত করা হয়।
বইটির ইংরেজি সংস্করণ ইউরোপ এবং আমেরিকা থেকে একযোগে প্রকাশের পথে। সুইডেনের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান স্মক্কাডল থেকে এপিক মনোলগটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় গতবছর।
এই সংস্করণে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন|
এপিক মনোলগটির মূল বাংলা ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আর্টস বিভাগ ২০১৬ সালে প্রথম প্রকাশ করে।
পরে বাংলাদেশের অনন্যা প্রকাশনী পরে এটি বই আকারে প্রকাশ করে। ইতোমধ্যে ‘এপিক মনোলগ’টি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে, নাট্যকলার পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত হয়েছে, মঞ্চায়িত হয়েছে|
এপিক মনোলগটির লেখক, ১৯৭৮ সালে টাঙ্গাইলের মধুপুরের দিগরবাইদ গ্রামে জন্ম নেওয়া আনিসুর পড়ালেখা করেছেন ঢাকা ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র, নাটক ও সুইডেনের দূরদর্শন সংস্কৃতি নিয়ে।
আনিসুরের লেখা ইংরেজি, সুইডিশ, নরওয়েজিয়ান, ড্যানিশ, স্প্যানিশ, জর্জিয়ান, সার্বিয়ান, তুর্কি , আর্মেনিয়, ফার্সিসহ নানা ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে।
সুইডিশ অনুবাদক ক্রিস্টিয়ান আন্তর্জাতিক সাহিত্য পরিমণ্ডলে পরিচিত একটি নাম। তিনি একাধারে কবি, সম্পাদক, প্রকাশক এবং অনুবাদক। তিনি রবীন্দ্রনাথের নির্বাচিত সাহিত্যকর্মের অনুবাদের জন্যে সমাদৃত।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
-
মার্কিন প্রেসিডেন্টের সম্মাননা পেলেন ১২ প্রবাসী
-
প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা
-
বাহরাইনে শ্রমিকলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প
-
শারজায় প্রবাসী গণমাধ্যমকর্মীদের মতবিনিময়
-
ভিয়েনায় প্রবাসীদের বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী
-
যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
-
নিউ ইয়র্ক বইমেলা: শহীদ কাদরী পুরস্কারের জন্য বই আহ্বান
-
ভ্রমণ: বসনিয়ার যে শহরে মুসলিমরা হয়েছিল গণহত্যার শিকার
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!