৩০তম নিউ ইয়র্ক বইমেলার আহ্বায়ক হলেন নূরুননবী

প্রতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া ‘নিউ ইয়র্ক বাংলা বইমেলার’ আসন্ন ৩০তম আসরের আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নূরুননবী।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 06:57 AM
Updated : 2 Dec 2020, 06:57 AM

মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে মেলার আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশনের’ নির্বাহী পরিষদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

নুরুননবী ‘বঙ্গবন্ধু পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন, ২০২০ সালে তিনি একুশে পদক পান।

মেলার আয়োজকরা জানান, ২০২১ সালে বাংলাদেশ তার প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী পালন করবে। একই বছর নিউ ইয়র্কে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ আয়োজিত নিউ ইয়র্ক বাংলা বইমেলা তার ৩০ বর্ষপূর্তি উদযাপন করবে। এ উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!