বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের বিচার দাবি স্পেন আ. লীগের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে স্পেন আওয়ামী লীগ।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2020, 06:37 AM
Updated : 2 Dec 2020, 06:37 AM

সোমবার দেশটির রাজধানী মাদ্রিদের লাভাপিয়েসে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানান তারা।

স্পেন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. দুলাল সাফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জাকির হোসেন।

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক খানের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে কোরআন পাঠ করেন আব্দুল আজীজ মবু।

বক্তব্য দেন আব্দুল কাদের ঢালী, ফয়জুর রহমান বড় ভাই, শ্যামল তালুকদার, সৈয়দ মনির হোসেন, রুবেল মোহাম্মদ, নজরুল ইসলাম, স্পেন যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান ও আব্দুল আজীজ সামসুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!