অস্ট্রেলিয়ায় রোগীকে ধর্ষণের মামলা বাংলাদেশি চিকিৎসকের বিরুদ্ধে
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 06:04 PM BdST Updated: 29 Nov 2020 06:04 PM BdST
-
ডা. শফিউল মিল্কি
ডাক্তারি পরীক্ষার নামে রোগীদের যৌন হয়রানি এবং ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমের শহর জেলংয়ের বাসিন্দা শফিউল মিল্কি (৫৬) বেলারিন পেনিনসুলা মেডিকেল প্র্যাকটিসে কাজ করতেন।
তার বিরুদ্ধে জেলংয়ের ম্যাজিস্ট্রেট আদালতে ১৫ দফা অভিযোগ আনা হয়েছে বলে এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ডাক্তারি পরীক্ষার নামে যৌন উদ্দেশ্য নিয়ে নারী রোগীদের দেহের বিভিন্ন অংশ স্পর্শ করা এবং ধর্ষণের অভিযোগও রয়েছে ওই ১৫ দফার মধ্যে।
২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি ওইসব ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মামলায়।
এবিসি নিউজ লিখেছে, জেলংয়ের যৌন নিপীড়ন ও শিশু নির্যাতন প্রতিরোধ তদন্ত দল চলতি মাসের শুরুতে ডা. মিল্কির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনে। আগামী বছরের মার্চে তাকে এ মামলায় আদালতে হাজির হতে হবে।
রোগীদের কাছ থেকে অভিযোগ আসায় গতবছরই চিকিৎসক হিসেবে মিল্কির নিবন্ধন স্থগিত করেছিল মেডিকেল বোর্ড অব অস্ট্রেলিয়া। তবে ভিক্টোরিয়ান সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ভিসিএটি) দুই মাস পর শর্তসাপেক্ষে তাকে আবার চিকিৎসা পেশায় নিয়োজিত থাকার অনুমতি দেয়।
শর্তগুলো হল, তিনি সাউথ-ওয়েস্ট ভিক্টোরিয়ার কোলাক মেডিকেল সেন্টার, কোলাক সেন্ট্রাল মেডিকেল সেন্টার বা মাউন্ট ক্লিয়ার মেডিকেল সেন্টারে কাজ করতে পারবেন না। কোনো নারী রোগীকে তিনি চিকিৎসা দিতে পারবেন না।
মিল্কিকে শর্তসাপেক্ষে কাজ করার ওই অনুমোদন প্রত্যাহারের জন্য মেডিকেল বোর্ড অব অস্ট্রেলিয়া আপিল করবে বলে দেশটির হেলথ প্র্যাকটিশনার রেগুলেশন এজেন্সির বরাতে জানিয়েছে এবিসি নিউজ।
জেলংয়ের স্থানীয় সংবাদ মাধ্যম জেলং ইনডিপেনডেন্ট জানিয়েছে, বাংলাদেশের একটি মেডিকল কলেজ থেকে ডিগ্রি নেওয়া মিল্কি ২০১২ সালে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলের সনদ পান। এর পর থেকে তিনি পেনিনসুলা ফ্যামিলি মেডিকেল প্র্যাকটিসে জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করে আসছিলেন।
-
বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি-আমেরিকান
-
সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা
-
যুক্তরাষ্ট্র-প্রবাসী রহিম সিআইপি পদক পেলেন
-
পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী
-
কানাডা অভিবাসনের টুকিটাকি ১৪: দ্বৈত অভিপ্রায় নিয়ে কি কানাডায় যাওয়া যায়?
-
চীনে আন্তর্জাতিক ছাত্র সংগঠনের শীর্ষ পদে বাংলাদেশিরা
-
অস্ট্রেলিয়ায় ঢাবি প্রাক্তনদের নতুন সংগঠন
-
প্রবাসীদের উদ্যোগে ফেইসবুকে উদ্যোক্তা গ্রুপ চালু
-
বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি-আমেরিকান
-
সিঙ্গাপুরে বাংলাদেশিকে নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা
-
পর্তুগালে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী
-
যুক্তরাষ্ট্র-প্রবাসী রহিম সিআইপি পদক পেলেন
-
প্রবাসীদের উদ্যোগে ফেইসবুকে উদ্যোক্তা গ্রুপ চালু
-
কানাডা অভিবাসনের টুকিটাকি ১৪: দ্বৈত অভিপ্রায় নিয়ে কি কানাডায় যাওয়া যায়?
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- তামিমকে ছাড়িয়ে সাকিব
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং