প্রধানমন্ত্রীর উদ্দেশে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির স্মারকলিপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি স্মারকলিপি দিয়েছে ‘বঙ্গবন্ধু পরিষদ’ কেন্দ্রীয় কমিটি আবুধাবি।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2020, 08:09 PM
Updated : 18 Nov 2020, 08:09 PM

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের কাছে এ স্মারকলিপি দেন তারা।

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নাসির তালুকদার বলেন, ‘স্মারকলিপিতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অসহায় প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ঢাকা-চট্টগাম-সিলেট বিমানবন্দরে ভিজিট ভিসায় আগতদের হয়রানি বন্ধ, চট্টগ্রামের যাত্রীদের প্রতি বিমানের বিমাতাসুলভ আচরণ এবং মহামারীতে আমিরাত প্রবাসীদের ইমিগ্রেশন জটিলতার কারণে দেশে আটকা পড়া সবাইকে আমিরাতে আসার অনুমতির ব্যাপারে কূটনৈতিক উদ্যোগসহ বিভিন্ন দাবি দাওয়া আছে।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আবদুস সামাদ, যুগ্ম সম্পাদক সম্পাদক মইন উদ্দিন, মনিরুল ইসলাম, গোলাম কাদের ইফতি, শেখ কামরুল হক, জানে আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, ইমদাদ হোসেন, আনোয়ার হোসেন, এস আই রুবেল, সজল চৌধুরী, রিয়াদ বিন রাজু, আয়ুব খান, মোহাম্মদ হারুন, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম ও ফরহাদ আলম।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!