সিডনিতে ‘কোভিড হিরো’ সম্মাননা পেলেন প্রবাসীরা

করোনাভাইরাস মহামারীতে মানবসেবায় অবদান রাখায় অস্ট্রেলিয়ার সিডনিতে ‘কোভিড হিরো’ সম্মাননা পেলেন ১২ প্রবাসী বাংলাদেশি সংগঠন ও ৮ ব্যবসা প্রতিষ্ঠান।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 07:24 AM
Updated : 16 Nov 2020, 07:24 AM

স্থানীয় সময় রোববার দুপুরে ব্যাংকস টাউনে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয় নিউ সাউথ ওয়েলস সরকার।

এতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সরকার দলীয় সংসদ সদস্য ও সহকারী স্পিকার মার্ক কৌর এবং ইস্ট হিলস এলাকার সরকার দলীয় সংসদ সদস্য উওয়েন্ডি লিন্ডসে।

অনুষ্ঠান কো-অর্ডিনেটর ছিলেন ক্যান্টারবারি-ব্যাংকস টাউন সিটি কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও অস্ট্রেলিয়ান লিবারেল পার্টি ল্যাকাম্বা শাখার সভাপতি মোহাম্মদ শাহে জামান টিটু।

এনি সাবরিনের উপস্থাপনায় এতে বক্তব্য দেন মার্ক কৌর, উওয়েন্ডি লিন্ডসে, কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, আয়াজ চৌধুরী, কাউন্সেলর জর্জ জাখিয়া ও জাহাঙ্গীর আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!