দীপাবলীতে আবৃত্তি অনলাইনের বিশেষ আয়োজন

দীপাবলীকে উপলক্ষ করে সুইজারল্যান্ডভিত্তিক বাংলা কবিতার প্রসারে কাজ করা আন্তর্জাতিক  অনলাইন প্লাটফর্ম ‘আবৃত্তি অনলাইন’ বিশেষ আয়োজন করেছে। 

সুইজারল্যান্ড প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 12:49 PM
Updated : 15 Nov 2020, 12:49 PM

বাংলাদেশের স্থানীয় সময় রোববার রাত ৯টায় ‘দীপাবলী স্পেশাল’ শিরোনামে ওই অনুষ্ঠানটি শুরু হবে।

অনলাইনে নিয়মিত কবিতা আবৃত্তির ৯০ মিনিটের লাইভ ভিডিও পডকাস্ট প্রোগ্রামের ধারাবাহিকতায় ‘দীপাবলী স্পেশাল’ এ কলকাতা থেকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে থাকবেন আবৃত্তি শিল্পী শোভনসুন্দর বসু।

কামরান করিম এর সঞ্চালনা এবং শুক্লা রায়ের প্রযোজনায় হবে অনুষ্ঠানটি।

দীপাবলির বিশেষ আয়োজনে রাত ১০টায় আরও থাকছে ‘কাব্য গানে বন্ধুতা’। এতে থাকছেন আবৃত্তির প্রিয় মুখ শারমিন লাকী, সংগীতের প্রিয় মুখ পান্থ কানাই ও শুভেন্দু দাস শোভন।

অনুষ্ঠানটি প্রযোজনা ও উপস্থাপনায় থাকছেন রাইসা নুসরাত।

আবৃত্তি অনলাইনের সার্বিক পরিচালনায় রয়েছেন সুইজারল্যান্ড প্রবাসী সোহেল আজাদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!