সাম্প্রদায়িকতা প্রতিরোধের আহ্বান পিডিআই কানাডার

সম্প্রতি লালমনিরহাট ও মুরাদনগরে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে ও সাম্প্রদায়িকতা প্রতিরোধের আহ্বান জানিয়ে অনলাইন সভা করেছে ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই) কানাডা।

অখিল সাহা, টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 03:09 AM
Updated : 10 Nov 2020, 03:09 AM

রোববার বিকেলে অনুষ্ঠিত এ সভায় পিডিআই এর সমন্বয়ক মাহবুব আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক।

বাহাত্তরের সংবিধান পুনপ্রতিষ্ঠা ছাড়া সাম্প্রদায়িক হিংস্রতার অবসান হবে না বলে মত দেন বক্তারা।

সভায় অংশ নেন পিডিআই এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে, কবি আসাদ চৌধুরী, রবীন্দ্র সংগীতশিল্পী সংস্থার আহ্বায়ক শাহজাহান কামাল, পিডিআই এর সংগঠক ডাকসুর প্রাক্তন এজিএস নাসির উদ দুজা, টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক জগলুল আহমেদ রানা, আবাকানের সভাপতি গোলাম মোস্তফা, উদীচী কানাডা সংসদের প্রাক্তন সভাপতি আজফার সৈয়দ, বাংলাদেশ থিয়েটারের সভাপতি হাবিবুল্লাহ দুলাল, কবি তুষার গায়েন, পিডিআই নেতা ও সংগঠক মো. মাসুক মিয়া, অন্টারিও মহিলা লীগের সভাপতি জাহানারা আলী জানু, সাংস্কৃতিককর্মী হিমাদ্রি রায়, উদীচী কানাডা সংসদের সহ সভাপতি ও পিডিআই সংগঠক সৌমেন সাহা, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মিনারা বেগম, কানাডা উদীচীর সহ সভাপতি চিত্ত ভৌমিক, শিবু চৌধুরী, হিমাদ্রি রায়, উদীচী কানাডা সংসদের সহ সভাপতি সৌমেন সাহা, আতাউর রহমান, আবৃত্তিশিল্পী আহমেদ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে দেবু, জাহিদ হোসাইন, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আব্দুল আওয়াল, ফারহানা আজিম শিউলী, আবু বকর সাঈদ, অরুণ ভৌমিক, জাকির হোসেন বাচ্চু, মোর্শেদুল হাকিম শুভ্র, শ্যাম চন্দ, সুজিত দত্ত, মান্না রায়, খোকা পাল ও রীনা দেব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!