ফেইসবুকে দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন করেছে কলাকার আর্টস

করোভাইরাসের কারণে দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্যভিত্তিক বাঙালি প্রবাসীদের সাংস্কৃতিক সংগঠন কলাকার আর্টস ফেইসবুকে এক সঙ্গীতানুষ্ঠান করেছে।  

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 07:50 PM
Updated : 12 Nov 2020, 04:42 PM

করোনাভাইরাসের মধ্যে এটি ছিল কলাকার আর্টস-এর ৪২ তম পর্ব, যার  

ভাবনা, পরিচালনায় এবং সঞ্চালনায় ছিলেন চন্দ্রা চক্রবর্তী। 

গত ৫ ও ৬ সেপ্টেম্বর কলাকার আর্টস মহালয়া উদযাপন করে। 

এতে কলকাতা থেকে কথক শিল্পী অনুরেখা ঘোষ, যুক্তরাজ্য থেকে আবৃত্তিকার ও সম্পাদক শ্রীমতি সোমা ঘোষ, কণ্ঠশিল্পী শর্মিষ্ঠা গাঙ্গুলি এবং শিক্ষক ও  কবি মাহের আহমেদ। 

এতে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য কলাকার আর্টস ইউকের প্রকল্প পরিচালক, রবীন্দ্র সঙ্গীত শিল্পী, বেহালা বাদক ও সুরকার কামালবীর সিং, আনন্দধারা আর্টস, ইউকে এর পরিচালক ইমতিয়াজ আহমেদ, কলাকার আর্টস এর সাউথ এশিয়া ইনস্টিটিউটের শৈল্পিক পরিচালক এবং নন এক্সিকিউটিভ ডিরেক্টর সংযুক্তা ঘোষ এবং কলকাতা থেকে প্রকৌশলী ও চিত্রশিল্পী স্পন্দন ব্যানার্জী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!