একঘেয়েমি কাটাতে আমিরাতে প্রবাসীদের ‘ভর্তা পার্টি’

করোনাভাইরাস মহামারীর একঘেয়েমি কাটাতে ‘ভর্তা পার্টি’ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বসবাসরত প্রবাসীরা।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2020, 06:46 AM
Updated : 20 Oct 2020, 06:46 AM

স্থানীয় সময় শুক্রবার দুপুরে এ মিলনমেলার আয়োজন করে ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ রাস আল খাইমা কেন্দ্রীয় কমিটি।

অংশগ্রহণকারীরা জানান, আয়োজনে ছিলো কালোজিরা ভর্তা, মরিচ ভর্তা, মাছ ভর্তা, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন রকম শুটকি ভর্তা, টমেটো ভর্তা ও বেগুন ভর্তাসহ প্রায় ২৫ পদের সমাহার। বাহারি সালাদ, মুরগির কোরমা, গরুর মাংশের কালা ভুনা, মেজবানি স্বাদের গরুর মাংশ, চিকন চালের সাদা ভাত আর পোলাও এর পরিবেশনা আয়োজনকে পূর্ণতা দেয়।

নারী-পুরুষ সবাইকে পেছনে ফেলে চিংড়ি ভর্তার জন্য আয়োজনে সেরা রাঁধুনির পুরস্কার পান শরিয়তপুরের নুর হোসেন।

আয়োজনে অংশ নেন বাংলাদেশ থেকে আসা সংস্কৃতিকর্মী বাদশা বুলবুল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা আবদুল হাকিম, সভাপতি এম এ মুছা, সহ সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, সাধারণ সম্পাদক জয়নুল হক, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন ফারুক, মহিউদ্দিন বেলাল রনি, জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, আল আমিন, মোহাম্মদ জসিম উদ্দিন, নাসিরুদ্দিন মুন্না, দুবাই শাখার সভাপতি সাইফুদ্দীন সাইফুল, সিনিয়র সহ সভাপতি শান্ত ভূঁইয়া, সাহাব উদ্দিন সাবু, মোহাম্মদ আলী, রামস শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ, সহ সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক ফোরকান আহম্মদ খোকন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রাক সিটি শাখার সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ও যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!