মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক আর নেই

যুক্তরাষ্ট্র-প্রবাসী মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক খান (৭৬) মারা গেছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 04:53 AM
Updated : 12 Oct 2020, 04:53 AM

বাংলাদেশে তার বাড়ি ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল গ্রাম। তিনি মিশিগান স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ভার্জিনিয়া স্টেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুরুল মারা যান বলে সেখান থেকে জানিয়েছেন সাংবাদিক আশিক রহমান।

তিনি জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ভার্জিনিয়ায় বসবাস করতেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। 

একইদিন বিকেলে জাতীয় পতাকায় কফিন আচ্ছাদিত করে ভার্জিনিয়ায় মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে মঞ্জুরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিশিগানে ঢাকা বিভাগ কল্যাণ সমিতি, মিশিগান আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!