ধর্ষকদের ও ‘ঘোলা পানিতে মাছ শিকারকারী’দের বিচার দাবি প্রবাসী আ. লীগ নেতা-কর্মীদের

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া নারী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি করেছেন প্রবাসে বসবাসরত ৫০টি দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সুইজারল্যান্ড প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2020, 06:41 PM
Updated : 7 Oct 2020, 06:41 PM

পাশাপাশি এ ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানানোর ‘সুযোগ নিয়ে সোশাল মিডিয়ায় যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা’ করছে তাদেরও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বুধবার জার্মান আওয়ামী লীগের পাঠানো এক বিবৃতিতে ওই দাবি জানানোর পাশাপাশি বলা হয়, “সরকারের সকল সংস্থার একান্ত প্রচেষ্টায় যখন নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও খুনের ঘটনার আসামীরা বিচারিক প্রক্রিয়ায় আছে, তখন জনগণকে ভুল তথ্য দিতে সোশ্যাল মিডিয়া ও রাজপথে কয়েকটি বিশেষ রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেস্তায় লিপ্ত হতে দেখা গেছে।”

“আমরা প্রবাস থেকে এইসব রাজনৈতিক দল গুলোর দেশ, সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে, এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।”

এতে বলা হয়, “সারা দেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও খুনের ঘটনায়, আমরা প্রবাসীরা গভীর উদ্বেগ প্রকাশ করে ধর্ষকদের, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদসহ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত আসামীদের তাৎক্ষনিক গ্রেপ্তার করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসাদুজ্জামান খাঁনকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

এছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিচার বিভাগকে বিশেষ নির্দেশ দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হককে অনুরোধ করা হয়।

বিবৃতিতে বলা হয়, “প্রবাসীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো, আমরা প্রবাসীরা যখনই দেশে ফিরে যাই, আগের চেয়ে অনেক নিরাপদ বোধ করি।”

জার্মান আওয়ামী লীগের উক্ত বিবৃতির সাথে একমত প্রকাশ করেন নিচের ৫০ দেশের আওয়ামী লীগের নেতা ও কর্মীরা।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ উপদেষ্টা অনিল দাশ গুপ্ত, উপদেষ্টা এম এ গনি, সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু,, সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক আমিনুর রহমান খসরু, সিনিয়র উপদেষ্টা মহসিন হায়দার মনি, সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী খান, সিনিয়র সহ সভাপতি নুরে হাসনাত শিপন, সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম পুলক, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সিনিয়র সহ সভাপতি আজহার হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান, কানাডা অন্টারিও আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা যুগ্ন সম্পাদক কৃষিবিদ আবুল বাশার, যুগ্ন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মিল্টন, নিউজিল্যান্ড আওয়ামী লীগ সভাপতি কাজী আহসান হায়াত সেতু সাধারণ সম্পাদক শহীদ জামান, যুগ্ন সাধারণ সম্পাদক মিন্টু আহমদ,  ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিজ ফরাজী সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সুইডেন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির কবির, সাধারণ সম্পাদক ড ফারহাদ আলী খান,  ফ্রান্স আওয়ামী লীগ, সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, স্পেন আওয়ামী লীগ সভাপতি এসআরআইএস রবিন, সাধারণ সম্পাদক রিজভি আলম, পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ, নেদারল্যান্ডস আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, অস্ট্রিয়া আওয়ামী লীগ, সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক শ্যামল খান, গ্রীস আওয়ামী লীগ সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সুইডেন আওয়ামী যুবলীগের আহ্বায়ক জুবাইদুল হক সবুজ, আয়ারল্যান্ড আওয়ামী লীগ, আহ্বায়ক বেলাল হোসেন, সদস্য সচিব ইকবাল আহমেদ, মাল্টা আওয়ামী লীগ সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদার, নরওয়ে আওয়ামী লীগ সভাপতি সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, রাশিয়া আওয়ামী লীগ সভাপতি বাহার পাটোয়ারী মোতাল্লেব, সহসভাপতি শেখ হাবীবুর রহমান, আবদুল্লাহ আল মামুন রাজিব সাবেক সভাপতি রাশিয়া ছাত্রলীগ , ইউক্রেন আওয়ামী লীগ সভাপতি তাসফিন আল জামান, বঙ্গবন্ধু প্রকৌশল ও বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপ (নর্ডিক) সভাপতি প্রকৌশলী মাহফুজুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম শেলী, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সুইজারল্যান্ড শাখার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুক্তা আক্তার, বাংলাদেশ প্রেসক্লাব, ইতা‌লি সাধারণ সম্পাদক সাংবাদিক কমরেড খোন্দকার।

এছাড়া বিবৃতির সাথে আরও একমত প্রকাশ করেন, চীন আওয়ামী লীগের সভাপতি মো. জনি, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, হংকং আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ আওয়াল (লিটন), বাংলাদেশ আওয়ামী লীগের দক্ষিণ আফ্রিকার সভাপতি রূপন রহমান, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন, জাম্বিয়া আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আকরামুল হক, সোয়াজিল্যান্ড আওয়ামী লীগ সভাপতি কাজী আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক সোহেল হায়দার, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শেখ (হাসান), সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান (স্বপন), দক্ষিণ কোরিয়া আওয়ামী যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মানিক, সৌদি আরব আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মিলন, সৌদি আরবের রিয়াদ আওয়ামী লীগের সভাপতি কাজি মাসুদ, সাবেক ছাত্রলীগ কেন্দ্রিয় নেতা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ সভাপতি ইমরান পাটোয়ারি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় সহ সভাপতি ওয়াহিদুজ্জামান, দাম্মাম বঙ্গবন্ধু ফাউন্ডেশনেসর সভাপতি ওয়াজিউল্লাহ, ফ্রেন্ডস অব বাংলাদেশ (জেদ্দা আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দাম্মাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল বশির, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ, আরব আমিরাতের দুবাই আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার আহমেদ,  শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মকসুদ, কাতার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক চৌধুরী, জর্ডান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান, বাহরাইন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কয়েস আহমেদ, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন রানা সহসভাপতি শহিদুল ইসলাম,  সাধারণ সম্পাদক মো. আল-আমিন, যুগ্ম  সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ নাঈম, জাতীয় শ্রমিকলীগ সিংঙ্গাপুর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন (বাদল), জাপান আওয়ামী লীগ সভাপতি জুয়েল তরফদার, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কুয়েত আওয়ামী লীগের সভাপতি আতাউল গনি মামুন, উপদেষ্টা আকবর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কুয়েত রাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম মিন্টু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!